প্রাইম ভিডিয়োর ক্ষেত্রে অ্যামাজন নিয়ে এল এক নয়া ফিচার। এবার থেকে প্রাইম ভিডিয়োর ৩০ সেকেন্ডের ক্লিপ শেয়ার করার সুযোগ পাবেন ইউজাররা অর্থাৎ পছন্দের সিনেমা হোক বা ওয়েব সিরিজের অংশবিশেষ- পছন্দের মানুষের সঙ্গে শেয়ার করে নেওয়া যাবে সেই ভিডিও। যদিও শুধুমাত্র প্রাইম মেম্বারদের ক্ষেত্রেই মিলবে এই সুযোগ। কিন্তু আপাতত কেবলমাত্র আইফোন এবং আইপ্যাডের ক্ষেত্রেই চালু হয়েছে এই ফিচার। অ্যানড্রয়েড ভার্সানে কবে থেকে এই ফিচার চালু হবে তা এখনও অ্যামাজনের তরফে জানানো হয়নি।

শোনা গিয়েছে, আপাতত কিছু নির্দিষ্ট সংখ্যক সিনেমার ক্ষেত্রেই প্রযোজ্য এই ফিচার। সেই তালিকায় নাম রয়েছে- The Boys, The Wilds, Fairfax এবং Invincible Episode One। অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামীতে এই তালিকা য়নাম জুড়বে আরও সিনেমা, সিরিজে এবং অন্যান্য কনটেন্টের। আপাতত এই তিনটি সিনেমার পছন্দসই ভিডিয়ো ক্লিপিংসই ৩০ সেকেন্ড পর্যন্ত শেয়ার করার ফিচার চালু করা হয়েছে। আগামী দিনে বাড়তে পারে এই নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ ৩০ সেকেন্ডের মেয়াদও, এমনটাই মনে করা হচ্ছে।