বিধানসভা নির্বাচন ২০২১ এর আগেই চরম বিরোধিতার মধ্যেই পাস হয়ে গেল সংশোধনী বীমা বিল। বিরোধিতা এমনই পর্যায় গিয়েছে যে চারবার অধিবেশন মুলতুবি রাখতে হয়। বারবার মূলতুবি রাখার ফলে দোলাচলে পড়েছিলেন রাজ্যসভার স্পিকার। পরবর্তীতে শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার জেরে বৃহস্পতিবার রাজ্যসভায় বিমা সংশোধনী বিল পাস করিয়ে নেয় কেন্দ্র ।

ইতিমধ্যেই বীমা সংশোধনী বিলের মাধ্যমে জানানো হয়েছে বীমারক্ষেত্রে ৭৪ শতাংশ পর্যন্ত বিদেশি অনুমতি রাজি হয়েছেন মোদি সরকার। মোদি সরকারের তরফ থেকে বিমা সংস্থায় বিদেশি মালিকানা সংক্রান্ত নিয়ন্ত্রণ তুলে দিতে বিল পেশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তীব্র বিরোধিতার মুখে পড়তে হয় তাদের। বিরোধীরা দাবি করে সংসদীয় স্থায়ী কমিটিতে এই বিলটি পাঠাতে। যদিও সেই সিদ্ধান্ত অগ্রাহ্য করে বিল পেশ করে দেওয়া হয়।
গত এক বছরে করোনার অতিমারীর প্রভাবের ফলে অর্থনৈতিকভাবে ভারত বর্ষ যে ক্ষতির মুখে পড়েছে তা সামাল দিতেই বিলগ্নিকরণের পথের উপর ভরসা রাখতে দেখা গিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। রাজকোষের রাজস্ব বৃদ্ধি করার তাগিদে ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের সিদ্ধান্ত নেন তিনি।