
ইতিমিধ্যেই বঙ্গে দু’দফার নির্বাচন সম্পন্ন হয়েছে| চতুর্থ দফায় অর্থাৎ ১০ এপ্রিল আলিপুরদুয়ার ও কোচবিহারের আসন্ন বিধানসভা নির্বাচন| তাই শুক্রবার ২ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গের প্রচারে এসে জনসভা থেকে মমতা সরকারকে কটাক্ষ করলেন|নন্দীগ্রামে যে দিদি হারছেন সেটাও নিশ্চিত করলেন অমিত শাহ| এমনকি এই দু দফার নির্বাচনে ৬০ টি আসনের মধ্যে ৩০ টি তে বিজেপিই জিতছে তাও স্পষ্ট করে দিলেন| এগুলোর পাশাপাশি তৃণমূল সরকারকে নানা ভাবে বিঁধলেন – ‘দিদি আপনার যাওয়ার সময় হয়ে গিয়েছে, ২মে এর পর কাটমানি আর সিন্ডিকেট রাজ বন্ধ করে দেবো, দিদি থ্রি টি মডেলের সরকার চালাচ্ছেন – তানশাহি, তোলাবাজি আর তুষ্টিকরণ আর কেন্দ্র সরকার থ্রি ভি মডেলে দেশ চালাচ্ছেন – বিকাশ, বিশ্বাস আর ব্যাপার, কেন্দ্রীয় সরকার রাস্তা বানানোর জন্য ২২ কোটি টাকা বরাদ্দ করেছিল, কিন্তু সে টাকা কোথায়? দিদি রাস্তা করতে চাননি| এমনকি উত্তরবঙ্গের সাথে দিদি অন্যায় করেছেন|উত্তরবঙ্গে চা পার্ক এবং রাস মেলাতে ৫০০ কোটি টাকা সাহায্য করে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া হবে| এছাড়াও অমিত শাহের মুখে নারী কল্যাণের কথাও শোনা গেছে – কেন্দ্র সরকার ক্ষমতায় এলে বিনামূল্যে বাসে মহিলারা ভ্রমণ করতে পারবেন এবং কাদম্বিনী স্বাস্থ্য পরিকাঠামো বানানো হবে, প্রত্যেকটি মহিলাকে কেজি থেকে পিজি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার আওতায় আনা হবে|