বুধবার রাতেই বাংলার মাটিতে পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দীর্ঘ দিন দলের কোন কাজে না দেখা গেলেও বিমানবন্দরে আমিত শাহ কে স্বাগত জানাতে হাজির ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহাও। হাজির ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সহ সভাপতি মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয় ও। প্রথমে রাজারহাটের হোটেলে পৌঁছে তিনি কথা বলেন, পটাশপুরের মদন ঘড়াইয়ের পরিবারের সদস্যদেরসঙ্গে।

তিনদিনের পশ্চিমবঙ্গ সফরের জন্য কলকাতায় এসেছেন তিনি। সকালে হেলিকপ্টারে বাঁকুড়ায় গেছেন সাংগঠনিক সভায় যোগ দেওয়ার জন্য। বাঁকুড়া-পুরুলিয়া রাজ্য সড়কে থাকা বীরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করে সেখানে রবীন্দ্র ভবনে রাঢ়বঙ্গের জেলার প্রতিনিধিদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসেন তিনি। দুপুরে বাঁকুড়া বিধানসভার আম্বারঠোলের চতুরদিহি এলাকায় এক আদিবাসী পরিবারের সঙ্গে লাঞ্চ করতে চান তিনি।বিকেলে ফিরে আসবেন কলকাতায়, এমন্ টাই পরিকল্পনা করেছেন বলে জানা গেছে। আন্যান্য নেতাদের সাথে বসে তিনি বাংলায় বি জে পি র আগামী দিনের রন কৌশল ঠিক করার সিদ্ধান্ত নিয়েছেন।