রথযাত্রার দিন সকাল-সকাল পুজো সারতে দেখা গেল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। জানা যাচ্ছে আজ সকালেই আমেদাবাদের জগন্নাথ মন্দিরে পূজা সেরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্দির চত্বরে জগন্নাথদেবের পূজো সেরে সেখানেই জগন্নাথ দেবের আরতি করলেন তিনি। পরবর্তীতে পুজো শেষ হলে মন্দির চত্বরে দাঁড়িয়ে থাকা এক হাতিকে কলা খাওয়ান তিনি । তারপর তার থেকে আশীর্বাদও নেন তিনি। ইতিমধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ভাইরাল হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য গত কালই আমেদাবাদ পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর আজ সকালে জগন্নাথ মন্দিরে গিয়ে পূজা সারেন তিনি। জানা যাচ্ছে আজ সারাদিনে গান্ধীনগর জেলার নারদিপুর গ্রামে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন অমিত শাহ। এছাড়াও আজ আমেদাবাদের ঐতিহ্যবাহী রথ যাত্রায় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

আজ সকালে আমেদাবাদের এই মন্দিরে স্বরাষ্ট্রমন্ত্রী পূজা দেখতে উপস্থিত হয়েছিলেন অনেক সাধারণ মানুষই। এছাড়াও করোনাকালের এই কঠিন পরিস্থিতির কারণে আমেদাবাদের বিখ্যাত রথযাত্রা সংক্ষিপ্ত পথ যাবে বলেই জানানো যাচ্ছে। মাত্র১৯ কিলোমিটার পথ এই রথযাত্রা হবে । পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির কারণে আজ বহু পুলিশ মোতায়েন করা হয়েছে এই রথযাত্রায়।