ইয়াস বিধ্বস্ত পরিস্থিতিতে সেচ দপ্তরের গাফিলতির পর এবার ত্রিপোল চুরিতে সরাসরি মদতের জন্য অভিযোগের তীর উঠল সৌমেন্দু এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। প্রসঙ্গত উল্লেখ্য ২০২১ বিধানসভা নির্বাচনে জয়লাভের পর তৃতীয়বারের মত ক্ষমতায় এসে সরকার গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল শুভেন্দু অধিকারীর অতি পরিচিত রাখাল ব্যারাকে জালিয়াতির কারণে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যাচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে বারংবার টাকা নিয়ে সেচ দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন এই ব্যক্তি, আর সেই অভিযোগের বসেই গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক দিন আগেই ঘটে যাওয়া ত্রিপল চুরির ঘটনায় সরাসরি মদদের অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই তথা কাঁথি পৌরসভার প্রধান সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে।জানা যাচ্ছে, এই দুই নেতা সহ আরও দুই ব্যক্তির মদতে পুরসভার গোডাউন থেকে চার-পাঁচজন সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ঢুকে ত্রাণের জন্য রাখা ত্রিপল চুরি করে নিয়ে পালায়। পৌরসভার তরফ থেকে পাওয়া তথ্য অনুসারে জানতে পারা কাছে সেখানে প্রায় লক্ষাধিক টাকা ত্রিপল ছিল। এই প্রসঙ্গে ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কাঁথি পৌরসভা প্রশাসনিক বোর্ডের সদস্য রত্নদ্বীপ মান্না। যদিও এবিষয়ে মুখ খুলেছেন শিশির অঅধিকারী। তিনি বলছেন , ‘পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যে ভাবে করা হচ্ছে। কাকে সিবিআই ধরে নিয়ে গেল, আর তার জন্য শুভেন্দুদের বিরুদ্ধে মামলা দায়ের হল। আমাদের যত হেনস্থা করবে, করুক।’ তাহলে কি এবার বিরোধীদলের নেতা হিসাবে শুভেন্দু অধিকারীকে হেনস্থা করতে তৃণমূলের এইরূপ ভাবমূর্তি দেখতে পাওয়া যাচ্ছে? না কি প্রকৃত দোষীকে খোঁজার চেষ্টা এবং রাজ্যকে দুর্নীতিমুক্ত করতে তৃণমূলের এই রূপ দেখতে পাওয়া যাচ্ছে, প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।