মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রপতি হিসেবে জো বাইডেনের ক্ষমতায় আসার পর থেকেই ভারতীয়রা অনন্য সম্মানের অধিকারী হচ্ছেন মার্কিন মুলুকে। যদিও প্রাক্তন রাষ্ট্রপতির আমলে না হলেও তাঁর আগে রাষ্ট্রপতি বারাক ওবামার সময়েও বহু ভারতীয় মার্কিন মুলুকের সম্মানের অধিকারী হয়েছিলেন।মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেনের সৌজন্যে মার্কিন প্রশাসন ব্যবস্থায় বাইডেনের সার্জেন জেনারেল পদে দায়িত্ব সামলাতে চলেছেন ভারতীয়-আমেরিকান ডঃ বিবেক মূর্তি। ইতিমধ্যেই তিনি বারাক ওবামার সময় থেকেই আমেরিকার জনস্বাস্থ্য বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন।
এই দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকেই নিজের আবেগকে ধরে রাখতে পারেননি তিনি নিজের টুইটারে কৃতজ্ঞতা জানিয়ে টুইট করেছেন ডক্টর বিবেক মূর্তি। তিনি তাঁর টুইটারে লেখেন, “সার্জন জেনারেল হিসেবে মার্কিন প্রশাসনিক পদে আমার উপর আরও একবার দায়িত্ব পালনের ভার দেওয়ায় আমি সকলের কাছে কৃতজ্ঞ। আশা করি জাতির উন্নতিতে এবং শিশুদের ভবিষ্যৎ বিকাশে আরও ভালো কাজ করতে পারব। সকলের উন্নতিতে সচেষ্ট হব।” বিশেষত মার্কিন সেনেটের ৫৭-৪৩ ভোটে জয়লাভ করেন তিনি। তিনি মূলত কর্নাটকের বাসিন্দা । তাঁর তিন বছর বয়সে তাঁর বাবা-মার সঙ্গে আমেরিকা চলে যান তিনি । সেখানেই তাঁর শিক্ষালাভ এবং বড় হয়ে ওঠা । পরবর্তীতে সেই সরকারের হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারার সুযোগ পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করেন। ২০১৪ সাল থেকেই তিনি আমেরিকার সার্জন জেনারেল পদে নিযুক্ত ছিলেন। ২০১৭ সাল পর্যন্ত ওই পদের দায়িত্ব সামলেছেন তিনি