বিপদ যেন আর পিছু ছাড়ছে না।আবারও প্রাণঘাতী ভাইরাসের কবলে পড়তে চলছে দেশ।একটু করে যখন স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি তখন অশনি সংকেত শোনা যাচ্ছে।গত দুই বছর ভয়াবহ মৃত্যু মিছিল পেরিয়ে ২২সাল একটু ভালো কাটাবার কথা যখন ভাবছে সবাই ঠিক তখনই আবার বাবা ভাঙার ভবিষ্যত বানী মিলবে কি?
বাবা ভাঙা ছিলেন বুলগেরিয়ার বাসিন্দা।জন্মান্ধ ।কিন্তু তিনি তার মনের চোখ দিয়ে যা ভবিষ্যতবানী করেছেন পূর্বে ,সবই মিলেছে।তবে কি এবার ও মিলতে চলেছে তার বানী।
তিনি বলেছেন ২২সালে এ বছর ও প্রানঘাতী ভাইরাসের প্রার্দুভাব ঘটবে।যা ঠেকানোর ক্ষমতা আমাদেরথাকবে না। হাতের বাইরে চলে যাবেপরিস্থিতি।ইতিমধ্যে বিজ্ঞানীরা সাইবেরিয়াতে এক ভাইরাসের সন্ধান পেয়েছেন।তাছাড়াও এশিয়ার কিছু দেশে বন্যাবিধস্ত হবে।
তীব্র জলসংকট দেখা দেবে পৃথিবীব্যাপী।তাপমাত্রা ৫০ ডিগ্ৰী পর্যন্ত ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।পঙ্গপাল ফসল নষ্ট করবে যার ফলে পৃথিবী খাদ্য সংকটে পড়বে।
আগামী ২২সালে যে আর কি ঘটবে ,এখন সময়ই জানে।
আরও এক মারণ ভাইরাস ! ‘বাবা’র ভবিষ্যতবানী কি মিলতে চলছে ? । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 35 Second