Read Time:1 Minute, 1 Second
সিবিআই এলেই অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মন্ডল ? হ্যাঁ এমনই মন্তব্য করলেন মদন মিত্র। আজ দক্ষিনেশ্বরে পুজো দিতে এসে অনুব্রত মন্ডল এবং সিবিআইকে নিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করেন তিনি। তিনি বলেন, CBI যখন আসে, তখনই অনুব্রত মন্ডল অসুস্থ হয়ে যায়। আবার অনুব্রত মন্ডল অসুস্থ হলেই CBI আসে।” উল্লেখ্য দলের নতুন অফিস হচ্ছে বলেই মঙ্গল কামনায় আজ দক্ষিনেশ্বরে পুজো দিতে আসেন তিনি। আর সেখানেই বেফাঁস কথা বলে ফেলেন তিনি। অভিষেক-রুজিরার মত তাঁরও উচিত ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ফেস করা এমনটাই মনে করছেন মদনবাবু। এই মন্তব্য ঘিরে আবার নতুন করেন কি জল্পনা শুরু হয় সেটাই এখন দেখার।