নিজস্ব সংবাদদাতা, বীরভূম :
দুর্ঘটনার কবলে পড়ল বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের কনভয়। জানা যাচ্ছে এই ঘটনার ফলে আহত হয়েছেন ৫ জন মহিলা নিরাপত্তা রক্ষী। এই পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা বেশ গুরুতর। আহত ওই পাঁচ নিরাপত্তাকর্মীকে দ্রুত বোলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে বর্তমানে তাঁদের অবস্থা বেশ আশঙ্কাজনক।গতকাল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে দলীয় কর্মী খুনের ঘটনায় নিহত ওই দলীয় কর্মীর বাড়িতে সমবেদনা জানাতে উপস্থিত হয়েছিলেন অনুব্রত মণ্ডল। যদিও সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে যান তিনি ।

তার পরই অনুব্রত মণ্ডলকে বাড়িতে নামিয়ে দেওয়ার পর সিউড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল কনভয়টি। আর সেই সময় শান্তিনিকেতনের সোনাঝুরির কাছে দুর্ঘটনার কবলে পড়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে একটি গাড়ি। জানা যাচ্ছে মূলত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন গাড়ির চালক। দুমড়ে-মুচড়ে যায় গাড়ির বাঁ-দিকের একাংশ। তবে এই প্রথম নয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনার কবলে পড়েছিল অনুব্রত মন্ডলের কনভয়। সেসময় বিধানসভা নির্বাচনের আগে প্রচারে বেরিয়ে ছিলেন তিনি। ময়ূরেশ্বরে জনসভা ছিল বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রতর। সেখানে যাওয়ার পথে অনুব্রতের কনভয়ের একটি গাড়ি ধাক্কা দেয় অন্য একটি গাড়িকে। যার ফলে সেসময় দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল ।