সোনাঝুড়িতে দুর্ঘটনার কবলে পড়ল অনুব্রতের কনভয় , আহত ৫ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 3 Second

নিজস্ব সংবাদদাতা, বীরভূম :


দুর্ঘটনার কবলে পড়ল বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের কনভয়। জানা যাচ্ছে এই ঘটনার ফলে আহত হয়েছেন ৫ জন মহিলা নিরাপত্তা রক্ষী। এই পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা বেশ গুরুতর। আহত ওই পাঁচ নিরাপত্তাকর্মীকে দ্রুত বোলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে বর্তমানে তাঁদের অবস্থা বেশ আশঙ্কাজনক।গতকাল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে দলীয় কর্মী খুনের ঘটনায় নিহত ওই দলীয় কর্মীর বাড়িতে সমবেদনা জানাতে উপস্থিত হয়েছিলেন অনুব্রত মণ্ডল। যদিও সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে যান তিনি ।

তার পরই অনুব্রত মণ্ডলকে বাড়িতে নামিয়ে দেওয়ার পর সিউড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল কনভয়টি। আর সেই সময় শান্তিনিকেতনের সোনাঝুরির কাছে দুর্ঘটনার কবলে পড়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে একটি গাড়ি। জানা যাচ্ছে মূলত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন গাড়ির চালক। দুমড়ে-মুচড়ে যায় গাড়ির বাঁ-দিকের একাংশ। তবে এই প্রথম নয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনার কবলে পড়েছিল অনুব্রত মন্ডলের কনভয়। সেসময় বিধানসভা নির্বাচনের আগে প্রচারে বেরিয়ে ছিলেন তিনি। ময়ূরেশ্বরে জনসভা ছিল বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রতর। সেখানে যাওয়ার পথে অনুব্রতের কনভয়ের একটি গাড়ি ধাক্কা দেয় অন্য একটি গাড়িকে। যার ফলে সেসময় দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সিউড়িতে ডেপুটেশন জমা দিলেন আইসিডিএস কর্মীরা । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, বীরভূম : আজ বীরভূমের সিউড়িতে ডেপুটেশন জমা দিলেন আইসিডিএস কর্মীরা। মূলত অবিলম্বে আইসিডিএস সেন্টার গুলি থেকে শিশুদের এবং মায়েদের রান্না করা খাবার দেওয়ার বিষয়ে দাবি জানিয়েছেন আইসিডিএস কর্মীরা। তাঁদের দাবি দীর্ঘদিন ধরে সেন্টার গুলি বন্ধ থাকার কারণে প্রয়োজনীয় পুষ্টি জাতীয় দ্রব্য বাচ্চারা শিশুরা । ফলে অপুষ্টির শিকার হচ্ছে […]
district_152

Subscribe US Now

error: Content Protected