Read Time:54 Second
ফের বলিউডে শোকের ছায়া। সন্তানহারা হয়ে পড়লেন বিখ্যাত সঙ্গীত শিল্পী অনুরাধা
পড়োয়াল। মাত্র ৩৫ বছর বয়সে চলে গেলেন ছেলে আদিত্য।সুত্রের খবর, বেশ কিছু দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তিও ছিলেন হাসপাতালে । শনিবার সেখানেই মৃত্যু হয় তাঁর। আদিত্যর মৃত্যুর খবর প্রথম জানান সঙ্গীত পরিচালক শঙ্কর মহাদেবন।মায়ের মতো আদিত্যর জীবনও ছিল সঙ্গীতময়। পেশায় ছিলেন মিউজিক কম্পোজার। শুরু করেছিলেন বলিউড যাত্রাও। কিন্তু মাত্র ৩৫-এই থমকে গেল জীবন। থমকে গেল তাঁর সুরসাধনা।
