ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার ঘর আলো করে জন্ম নিল কন্যাসন্তান। আজ বিকেলে ৪ টে ১২ মিনিটে কোহলি এই আনন্দ সংবাদ ট্যুইট করে জানান।

ট্যুইট করে জানান- “আমরা সকলের সঙ্গে এই আনন্দ সংবাদ ভাগ করে নিতে শিহরিত যে আজ বিকেলে আশীর্বাদ স্বরূপ কন্যাসন্তান জন্ম নিয়েছে। অনুষ্কা ও সন্তান দুজনেই এখন সুস্থ। সকল শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনা ও ভালবাসার জন্য ধন্যবাদ।”
গত বছর ২৭ অগস্ট সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার সন্তান সম্ভাবার কথা জানিয়েছিলেন কোহলি। তারপর স্ত্রী অনুষ্কার সঙ্গে থাকতে পিতৃত্বকালীন ছুটি নিয়ে অ্যাডিলেডে ভারত- অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের পরই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এসেছিলেন কোহলি।
আজ মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেয় অনুষ্কা। ট্যুইটের পরই ইতিমধ্যেই বলিউড এবং ক্রিকেট মহল ছাড়াও ভক্তদের শুভেচ্ছার বন্যা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। অভিনন্দন জানিয়েছে বিসিসিআই।