বেবি বাম্প নিয়ে কাজে ফিরলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। সদ্য মরু শহর থেকে আইপিএল শেষ করে ঘরে ফিরেছেন বিরাট-অনুষ্কা। ফিরে এসেই বিজ্ঞাপনের কাজে নাম লিখিয়ে নিয়েছেন অভিনেত্রী। বহুদিন পর্দার বাইরে ছিলেন তিনি। তাই এই অবসর সময়টিকে কাজে লাগিয়ে নিলেন অভিনেত্রী। এমনিতেই গর্ভাবস্থায় যে চুপ করে বাড়িতে বসে থাকা নয় আস্তে আস্তে কাজ করা যায় তা আগেই দেখিয়েছেন করিনা কাপুর। এবার সেই তালিকায় নাম লেখালো অনুষ্কা।

শোনা যাচ্ছে, মুম্বইয়ের স্টুডিওতে টানা সাতদিন শুটিং করবেন হবু মা। সুরক্ষা বিধি মেনে ফ্লোরে সকলেই PPE কিট পরে রয়েছেন। এখনো পর্যন্ত অনুষ্কাকে দুটি ড্রেসে দেখা গিয়েছে। একদিন তাঁর পরনে ছিল সবুজ রঙের গাউন। সেখানেও স্পষ্ট তাঁর বেবি বাম্প। অনুদিকে একটি ক্রিম রঙের ড্রেস পরেছেন তিনি, পায়ে কোন হিল জুতো নেই। প্রেগন্যান্সি অবস্থাতেও বেশ গ্ল্যামারাস লাগছিলে অনুষ্কাকে। এই ছবি নিজেই ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেন অভিনেত্রী।

এছাড়াও ভ্যানিটি ভ্যান থেকে মাস্ক পরা অনুষ্কার বেরিয়ে আসার ছবি পাপারাৎজিরাও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই ভাইরাল হয়েছে হবু মা অনুষ্কার কাজে ফেরার ছবি।