লঞ্চ হতে চলেছে অ্যাপেলের সর্বপ্রথম এআরের হেডসেট । এম ভারত নিউজ

admin

অপেক্ষার অবসান, অবশেষে বাজারে আসতে চলেছে অ্যাপেলের সর্বপ্রথম এআর হেডসেট।

0 0
Read Time:1 Minute, 44 Second

অপেক্ষার অবসান, অবশেষে বাজারে আসতে চলেছে অ্যাপেলের সর্বপ্রথম এআর হেডসেট। জানা যাচ্ছে ইতিমধ্যেই অ্যাপেল ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে আ্যপেল সংস্থার শীর্ষ কর্তৃত্বরা। ২০২২ সালের শেষের দিকেই এই পণ্যটি বাজারে উপলব্ধ হতে চলেছে বলেই জানা যাচ্ছে ।হেডসেটটিতে মোট দুটি প্রসেসর থাকতে চলেছে । তার মধ্যে একটি এম-ওয়ানের সমশক্তি সম্পন্ন এবং অপরটি হল লোয়ার এন্ড চিপ যা বিভিন্ন সেনসরগুলির মধ্যবর্তী তথ্য পরিচালনা করবে। জানা গেছে এই হেডসেটটির মধ্যে মোট চারটি থেকে আটটি অপটিক্যাল মডিউল থাকতে চলেছে। যার মাধ্যমে পরপর ভিডিও উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

ইতিমধ্যেই এই হেডসেটের বিষয়ে বেশ কিছু জল্পনার আচ পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে উল্লেখ্য এই হেডসেটিতে সনির একটি ৪কে ওল্ড মাইক্রো ডিসপ্লে থাকতে চলেছে। যদিও এই ডিভাইসটির প্রতিবেদনগুলো সম্পূর্ণ স্বাধীন হবে কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। সেক্ষেত্রে কোনও আইফোন বা কোনও ভিন্ন প্রসেসর বক্সের ওপর ভিত্তি করে এই হেডসেট নিয়ন্ত্রণ হবে কিনা সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দেশের দরিত্রতম রাজ্য কোনটি ? জানুন । এম ভারত নিউজ

প্রকাশিত হল নীতি আয়োগের দারিদ্র্যসীমার রিপোর্ট । রিপোর্ট অনুসারে বেহাল দশা বিহারের । দেশের সর্বাপেক্ষা দরিদ্রতম রাজ্য হল বিহার, তারপরই নিজের জায়গা করে নিয়েছে ঝারখান্ড এবং উত্তর প্রদেশের মত রাজ্যগুলি। জানা যাচ্ছে, দারিদ্র্যসীমার নিরিখে ইতিমধ্যেই তৃতীয় স্থানে রয়েছে যোগী রাজ্য। নীতি আয়োগের প্রথম বহুমাত্রিক দারিদ্র সূচক অনুসারে এই তালিকা প্রকাশ […]

Subscribe US Now

error: Content Protected