ভারতীয় যুদ্ধবিমান কিনতে এবার আগ্রহ দেখালো আর্জেন্টিনা । এম ভারত নিউজ

Mbharatuser

অত্যাধুনিক তেজস যুদ্ধবিমান কিনতে আগ্রহী প্রকাশ করেছে আর্জেন্টিনা। অবশ্য এর আগে সিঙ্গল ইঞ্জিনের যুদ্ধবিমান কিনতে আগ্রহ দেখিয়েছে অস্ট্রেলিয়াও মিশর, আমেরিকা, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স।

0 0
Read Time:2 Minute, 19 Second

এ যেন আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণ। ২০১৪ সালে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেই ভারতকে আত্মনির্ভর করার যে স্বপ্ন দেখিয়েছিলেন তা যেন অনেকটাই পূরণের পথে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর মসনদে বসার পরই বলেছিলেন, কয়েক বছরের মধ্যে ভারত শুধুমাত্র অন্য দেশ থেকে যুদ্ধাস্ত্র কিনবে না অন্য দেশকে যুদ্ধাস্ত্র বিক্রিও করবে । এবার তা স্বপ্নপূরণের পথে। তেজস যুদ্ধবিমান ভারতের নিজের তৈরি হালকা ওজনের যুদ্ধবিমান যা অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিয়ে যেতে পারে এবং শত্রুর নজর থেকে নিজেকে সরিয়ে নিয়ে গিয়ে শত্রুর বিমানকে ধ্বংস করতে পারে। লাইট কমব্যাট এয়ারক্রাফট’টি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মীত। যুদ্ধবিমানটি বানিয়েছে ভারতের নিজস্ব সামরিক বিমান প্রস্তুতকারী সংস্থা ‘হ্যাল’। গত দু’দিন আগে লাতিন আমেরিকার আর্জেন্টিনার সফরে যান দেশের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। অনেক বিষয় নিয়ে আলোচনা হয় আর্জেন্টিনার বিদেশ মন্ত্রীর সাথে এস জয়শঙ্করের। তারপরই বিদেশমন্ত্রকের তরফ থেকে বিবৃতিতে বলা হয়, অত্যাধুনিক তেজস যুদ্ধবিমান কিনতে আগ্রহী প্রকাশ করেছে আর্জেন্টিনা। অবশ্য এর আগে সিঙ্গল ইঞ্জিনের যুদ্ধবিমান কিনতে আগ্রহ দেখিয়েছে অস্ট্রেলিয়াও মিশর, আমেরিকা, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স। ইতিমধ্য মালয়েশিয়াকে ‘তেজস’ যুদ্ধবিমান বিক্রি করার সিদ্ধান্তও নিয়েছে কেন্দ্রীয় সরকার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বড় খবর: ধূলিসাৎ নয়ডার বিতর্কিত ট্যুইন টাওয়ার । এম ভারত নিউজ

মাত্র কয়েক সেকেন্ডেই একেবারে মাটিতে মিশে গিয়েছে এই কোরাপশনের ইমারত । ধুলোর মোকাবিলায় জল কামানের ব্যবহার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ।

Subscribe US Now

error: Content Protected