
দুদিনের সফরে শহর কলকাতায় পা রাখলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের তারকা গোলকিপার এমি মার্টিনেজ। তাঁকে দেখতে সোমবার বিকেলে দমদম বিমানবন্দরের বাইরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এদিন সকালে বাংলাদেশ পৌঁছে যান মার্টিনেজ। সেখানে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তারপরই কলকাতায় আসার বিমানে চেপে বসেন কাতার বিশ্বকাপে সোনার গ্লাভসজয়ী গোলকিপার। ভারতের ফুটবলের মক্কায় পা রেখে চওড়া হাসি মার্টিনেজের মুখেও।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলে দেন, “ভারতে এসে দারুণ লাগছে। অনেকদিনের স্বপ্ন ছিল ভারতে আসার। এদেশের অনেক কথা শুনেছি। গোটা শহরটা ঘুরে দেখার অপেক্ষায় আছি।” উল্লেখ্য, আজ বিকেলে মোহনবাগান অল স্টারর্স ম্যাচে সবুজ-মেরুন ক্লাবে উপস্থিত থাকবেন আর্জেন্টাইন তারকা। মিলন মেলা প্রাঙ্গনেও একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সেখানে সংবর্ধনা দেওয়া হবে আর্জেন্টিনিও এই তারকা গোলরক্ষককে। মিলন মেলা প্রাঙ্গণে শতুদ্র দত্তের ‘তাহাদের কথা’ অনুষ্ঠানে যোগ দেবেন মার্টিনেজ। সেখানে নিজের গল্প শোনাবেন তিনি।

তারপর মোহনবাগানে যাবেন এমি। শেষ সম্মান জানানো হবে ক্লাবের পক্ষ থেকে। সেখানে মার্টিনেজকে ফুটবল পায়ে দেখা যেতে পারে একটি ফ্রেন্ডশিপ খেলায় অংশ নিতেও। যদিওবা দর্শক আসনে থাকার কথা রয়েছে বিশ্বকাপ জয়ী এই প্লেয়ারের। বুধবারও মার্টিনেজের শহরে রয়েছে ব্যস্ত সিডিউল। কলকাতার ক্লাব সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার কথা রয়েছে এদিন। দেখা হতে পারে রাজ্যের মুখ্যমন্তরী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
