Read Time:1 Minute, 5 Second
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথির লচ্ছনপুর গ্রামে। পরিবার সূত্রে খবর, বুধবার সকালে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলেন বছর ৫২-র সুকেশ বানিয়া।

পরিবারের দাবি, এদিন দুজনের মধ্যে কথা কাটাকাটি চরম পর্যায়ে চলে গেলে ঘর থেকে বেরিয়ে যান সুকেশ। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। তখনই বাড়ির অদূরে একটি জমিতে তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারাই দ্রুত উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সুকেশ মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
