করোণার বাড়বাড়ন্তে বিপর্যস্ত মুম্বাই। একের পর এক বলিউড অভিনেতা অভিনেত্রী আক্রান্ত হচ্ছেন করোণায়। এবার করোণা আক্রান্ত হলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। রবিবার নিজেই নিজের স্যোসাল মিডিয়া হ্যান্ডেলে জানান করোণা আক্রান্ত হওয়ার খবর। অর্জুন বলেন “আমি কোভিড ১৯ পজিটিভ। আমি অ্যাসিম্পটোমেটিক ছিলাম। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছি। চিকিৎসা বাড়ি থেকেই চলছে।” তিনি আরও বলেন, “যা নিয়ম মানতে হয়, সবটাই মেনে চলছি। যাঁরা গত ১০ দিনে আমার সংস্পর্শে এসেছিলেন, দয়া করে জরুরি ব্যবস্থা নিন। এই সময়টা ভয়ংকর। কিন্তু যদি আমরা সকলে কিছুদিনের জন্য বুদ্ধি খাটিয়ে পদক্ষেপ নিই, তাহলে দীর্ঘদিনের ভোগান্তি কমবে। আমরা সকলে একজোট হয়ে করোনার সঙ্গে লড়াইয়ে জিতবই।”
মহারাষ্ট্রে কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে আক্রান্ত হয়েছেন বহু তারকা। অক্ষয় কুমার, আমির খান, রণবীর সিং, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, কার্তিক আরিয়ান, ভূমি পেদনেকার, পরেশ রাওয়াল, গোবিন্দা সহ একঝাঁক অভিনেতা করোনা পজিটিভ হয়েছিলেন। যদিও তাঁদের মধ্যে অনেকেই বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন।