Read Time:1 Minute, 18 Second

এলএসিতে নজরদারি আরও জোরদার করতে ইজরায়েলি হেরন ড্রোন ব্যবহার করছে ভারত । এই সশস্ত্র ড্রোন নিশানা লাগানোর প্রযুক্তির পাশাপাশি নানান উপযোগি ব্যবহার রয়েছে । অনায়াসেই শত্রুঘাটিতে আক্রমণ হানতে পারে এই ড্রোন । তবে, একে আরও উন্নতমানের ড্রোনে পরিণত করতে আমেরিকার থেকে এমকিউ-৯বি স্কাই গার্ডিয়ান ড্রোনের প্রযুক্তি চাইতে পারে ভারত । আপডেট করার ফলে এই ড্রোন স্যাটেলাইট কমিউনিকেশনে, শীতের সময় দুর্গম পাহাড়ি এলাকায় ভারতীয় বাহিনীর মধ্যে খবরপ্রদানের কাজেও সাহায্য করবে । ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO ইতিমধ্যেই হেরন ড্রোন সংস্করণের কাজে হাত লাগিয়েছে । সূত্রের খবর, সীমান্ত এলাকায় ভারতীয় বাহিনীর শক্তি বাড়াতে কম পাল্লার ট্র্যাকটিকাল ড্রোন ও অ্যান্টি-ড্রোন সিস্টেমও তৈরি করছে ডিআরডিও ।
