গ্রেফতার করা হল রিপাবলিক টিভি-র এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে । ২০১৮ সালে আলিবাগে ৫৩ বছর বয়সী এক ইন্টিরিয়ার ডিজাইনার তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও তাঁর মা মুকুন্দ নায়েকের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে । ইতিমধ্যেই তাঁকে রায়গড়ে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য । আরেকদিকে অর্ণবের অভিযোগ, তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের হেনস্থা করেছে পুলিশ ।
২০১৮ সালে ৫৩ বছরের এক ইন্টিরিয়ার ডিজাইনার তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও তাঁর মা আত্মঘাতী হয়েছিলেন। সুইসাইড নোটে লেখা ছিল, অর্ণব গোস্বামী ও আরও দু জন তাঁকে ৫.৪০ কোটি টাকা দেননি তাই তাঁকে ও তাঁর মাকে মৃত্যুবরণ করতে হল। অর্ণবের বিরুদ্ধে মামলা দায়ের হলেও ২০১৯ সালে রায়গড় পুলিশ মামলাটি বন্ধ করে দেয় । এরপর মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের ঘোষণায় সিআইডি ফের তদন্ত শুরু করে ।