ফের অস্বস্তিতে রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। এবার অনুষ্ঠানের মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। রিপাবলিক টিভির হিন্দি চ্যানেল রিপাবলিক ভারতের একটি অনুষ্ঠানের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে। যার জেরে ওই চ্যানেলকে প্রায় ১৯ লক্ষ টাকা জরিমানা করেছে ব্রিটিশ টিভি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। সেই সঙ্গে ক্ষমা চাইতেও বলা হয়েছে সংস্থাকে।

বিতর্কের সূত্রপাত ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর। ওই দিন রিপাবলিক ভারত চ্যানেলে ‘পুছতা হ্যায় ভারত’ নামে একটি অনুষ্ঠান দেখানো হয়েছিল। অভিযোগ, ওইদিনের অনুষ্ঠানে অর্ণব ও অন্যান্য অতিথিরা পাকিস্তানের সাধারণ জনগণের অবমাননা করেন। পাশাপাশি চ্যানেলের কনসাল্টিং এডিটর গৌরব আর্য পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
ব্রিটেনের সরকার অনুমোদিত নিয়ন্ত্রক সংস্থা অফকম-এর দাবি, ওই অনুষ্ঠানে পাকিস্তান থেকে অতিথিরা এলেও তাঁদের বিশেষ কথা বলতে দেওয়া হয়নি। ভারতীয় অতিথিরাই আক্রমণ করে গিয়েছিলেন লাগাতার। ওই অনুষ্ঠানে বিদ্বেষমূলক কথাবার্তা আলোচনার পাশাপাশি অনুষ্ঠানটির বিষয়বস্তুও আপত্তিকর বলেই দাবি সংস্থার।