চরম অস্বস্তিতে অর্ণব গোস্বামী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 46 Second

আপাতত স্বস্তি মিলছে না সাংবাদিক অর্ণব গোস্বামীর। বৃহস্পতিবার তাঁকে অন্তবর্তীকালীন কোনও ছাড় দিল না বম্বে হাইকোর্ট। এদিন বাদীপক্ষ এবং সরকারের সওয়াল ছাড়া কোনও নির্দেশ দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয় বিচারপতি এস এস শিন্দে এবং বিচারপতি এম এস কর্নিকের ডিভিশন বেঞ্চের তরফে। আগামীকাল হবে শুনানি।
২০১৮ সালের আত্মহত্যার প্ররোচনার মামলায় ‘অবৈধ গ্রেফতারি’-কে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন অর্ণব। আলিবাগ পুলিশ যে এফআইআর দায়ের করেছেন, তা খারিজ করে দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। একইসঙ্গে মামলার তদন্ত স্থগিত রাখার জন্য জরুরি ভিত্তিতে নির্দেশ জারির আর্জির পাশাপাশি অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার আবেদন করা হয়েছে। অর্ণবের আবেদনে দাবি করা হয়েছে, ‘ক্ষমতার অপব্যবহার, মিথ্যা তথ্য সাজানো এবং জোর করে আবেদনকারীকে গ্রেফতারের জন্য’ যে মামলা বন্ধ করে দেওয়া হয়েছিল, তা আবারও খোলা হয়েছে। যা প্রাথমিকভাবে তাঁর খবরের জন্য ‘প্রতিশোধ এবং প্রতিহিংসার’ কাজ মনে হচ্ছে। প্রসঙ্গত বুধবার সকালে বাড়ি থেকে গ্রেফতার করা হয় সাংবাদিক অর্ণব গোস্বামীকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মহানগরী ঘুরে দেখছেন আমিত শাহ, এসেছেন রাহুল সিনহাও । এম ভারত নিউজ

বুধবার রাতেই বাংলার মাটিতে পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দীর্ঘ দিন দলের কোন কাজে না দেখা গেলেও বিমানবন্দরে আমিত শাহ কে স্বাগত জানাতে হাজির ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহাও। হাজির ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সহ সভাপতি মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয় ও। প্রথমে রাজারহাটের হোটেলে পৌঁছে তিনি কথা […]

Subscribe US Now

error: Content Protected