চলতি বছরে অতিমারির এই ভয়াবহ পরিস্থিতিতেও উত্তরাখণ্ড সরকার কুম্ভ মেলার আয়োজন করেছিল। এই মেলাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রারা দর্শনে আসেন। কুম্ভ মেলায় লক্ষ লক্ষ লোকের ভিড় জমে এক মাস ধরে। এই ভয়াবহ পরিস্থিতিতেও মেলায় দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়ায় সরকারকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। আশঙ্কা ছিল ,এই মেলা থেকে ভাইরাস এর সংক্রমণ আরো বেশি ছড়িয়ে পড়তে পারে।

কোভিড প্রোটোকল অনুযায়ী , এবছর হরিদ্বারে ১১ টি সরকারি ও বেসরকারি সংস্থাকে কোভিডের র্যাপিড টেস্ট করানোর দায়িত্ব দিয়েছিল উত্তরাখণ্ড সরকার। কুম্ভ মেলায় কতজন করোনা টেস্ট করিয়েছিলেন সেই রিপোর্টে যাচাই করতে গিয়ে দেখা যায় গড়মিল। একটি ৮ সদস্যের তদন্তকারী দল ঘটনার তদন্তে নেমে জানতে পারে প্রায় ১ লক্ষ লোকের কোভিডের র্যাপিড টেস্ট না করেই কেন্দ্রীয় সরকারের পোর্টালে নাম নথিভুক্ত করা হয়েছে। কিভাবে বা কারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে প্রশাসন। এই ঘটনার সাথে আরো কোনো ব্যক্তি বা সংস্থা জড়িত আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে তদন্তকারী দল।