গ্রেফতার ফিরহাদ-মদন-সুব্রত-শোভন, চার্জশিট পেশ আজই । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 51 Second

নারদ মামলায় গ্রেফতার ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চ্যাটার্জি ও সুব্রত মুখার্জি। প্রায় সকাল ৮.৩০ নাগাদ প্রত্যেকের বাড়িতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম এঁদের আটক করে । গ্রেফতার করার পর তাঁদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে নিয়ে আসে সিবিআই । সেখানে অ্যারেস্ট মেমোয় সই করানো হয় তাঁদের দিয়ে। সূত্রের খবর, আজই চার্জশিট পেশ করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । কয়েকদিন আগেই রাজ্যের এই ৪ হেভিওয়েট নেতার বিরুদ্ধে চার্জশিট গঠনের প্রস্তাবে অনুমতি দেন রাজ্যপাল জগদীপ ধনখড় । অনুমতি পাওয়ার পরেই আজ সকালে এঁদের গ্রেফতার করে সিবিআই । আজ দুপুরেই চারজনকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

এর আগে নারদ মামলায় মোট ১২ জনের বিরুদ্ধে FIR দায়ের করে সিবিআই। ৫ জনের বিরুদ্ধে আজ নারদ কাণ্ডে সিবিআই প্রাথমিক চার্জশিট দাখিল করতে চলেছে বলে জানা গিয়েছে। আজ ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করতে চলেছে তদন্তকারী সংস্থা । একই মামলায় নাম রয়েছে বিজেপি নেতা মুকুল রায় ও শুভেন্দু অধিকারীরও। তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়? প্রশ্ন তুলেছে তৃণমূল। এই চার নেতাকে বেআইনি ভাবে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, যে কারণে মুখ্যমন্ত্রী নিজাম প্যালেসে বসে রয়েছেন এবং রীতিমত সিবিআই আধিকারীকদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন যে তাকেও গ্রেফতার করতে হবে । স্পীকারের অনুমতি ছাড়া দায়িত্বে থাকা মন্ত্রিদের গ্রেফতার করা যায়না বলে মন্তব্য করছেন তৃণমূল ঘনিষ্টরা । তবে কি রাজ্যের প্রধান হিসেবে রাজ্যপালের কন ভুমিকাই থাকেনা । যেখানে রাজ্যপাল নিজে আইনের সঙ্গে যুক্ত ছিলেন সেখানে তিনি নিজে বেআইনি কাজ কি করে করবেন সেটা নিয়ে একটা বড় প্রশ্ন থাকছে তৃণমূলের দিকে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কেন গ্রেফতার করা হল না মুকুল-শুভেন্দুকে, প্রশ্ন তৃণমূলের । এম ভারত নিউজ

গ্রেফতার হলেননা মুকুল-শুভেন্দু, রাজনৈতীক প্রতিহিংসা নাকি প্রমানের অভাব ? নারদা কান্ডে গ্রেফতার রাজ্যের ৪ হেভিওয়েট নেতা যাঁদের মধ্যে দু’জন এই মুহূর্তের ভারপ্রাপ্ত মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়, আর বকি দুই জনের মধ্যে রয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় যিনি কয়েকদিন আগেই বিজেপিতে যোগদান করেন তবে ভোট চলাকালীন […]

Subscribe US Now

error: Content Protected