রামপুরহাট বিধানসভা কেন্দ্র পশ্চিমবঙ্গ এর অন্তর্গত। ২০১৬ সালে এই কেন্দ্রে জয়লাভ করেছেন আশীষ ব্যানার্জি। ফের 2021 বিধানসভা নির্বাচনে ওই একই কেন্দ্র থেকে প্রার্থী হয়ে দাঁড়ালেন আশিষ বন্দোপাধ্যায়। আর বিরোধীপক্ষের হয়ে বাম দের তরফ থেকে লড়ছেন মহম্মদ হান্নান এবং বিজেপি দলের তরফ থেকে দুধকুমার মণ্ডল।

নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটের দিনলিপি প্রকাশ করার পরে সাধারণ মানুষের চোখ ছিল প্রার্থী তালিকার দিকে আর কাল সেই উদ্বেগ ভঙ্গ করেই পরপর প্রার্থী তালিকা প্রকাশ করা হল তিন দলের তরফ থেকেই। কাল তৃণমূল সুপ্রিমো ২০২১ বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এবং সেখানেই রামপুরহাট থেকে দাঁড়ানোর কথা হয়েছে আশীষ ব্যানার্জির।
এদিন পুনরায় বীরভূমের রামপুরহাট বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী আসিস ব্যানার্জি এর নাম প্রস্তাব করেন। নাম প্রস্তাব করার সঙ্গে সঙ্গেই আনন্দে মেতে উঠছে দলীয় কর্মীরা, সঙ্গে সঙ্গে নিজেই দেওয়াল লিখনের ব্যস্ত আশীষ ব্যানার্জি। গত চার বছর ধরে বিধায়ক পদে বহাল ছিলেন তিনি ,ফলে পঞ্চমবারের মতো ওই একই আসনে তার নাম ঘোষণা করায় আনন্দিত তিনি, পাশাপাশি দলীয় কর্মীরা এতে অনেক খুশি হয়েছেন।