Read Time:1 Minute, 8 Second

পশ্চিমবঙ্গের মত আজ প্রথম দফার বিধানসভা নির্বাচন ছিল আসামে। ১২৬টি বিধানসভার মধ্যে ৪৭টিতে ভোট হয় আজ। আজ ভাগ্য নির্ধারণের লড়াই ছিল আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, স্পিকার হীতেন্দ্রনাথ গোস্বামী এবং কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বোরার মত হেভিওয়েট নেতাদের। এবার বিজেপির তরফে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল লড়ছেন মাজুলি কেন্দ্র থেকে। তাঁর বিপক্ষে লড়ছেন তিনবারের কংগ্রেস বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী রাজীব লোচন পেগু।

২০১৬ এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে আসামে সরকার গঠন করে বিজেপি। এই ভোটেও কি আবার সরকারে থাকবে বিজেপি নাকি বদলে যাবে ভাগ্যের চাকা, তা জানতে এখন শুধুই কিছু সময়ের অপেক্ষা।