ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে কসবা কেন্দ্রের ফলাফল। এই কেন্দ্রে তৃনমূলের হেভিওয়েট প্রার্থী ছিলেন আহমেদ জাভেদ খান। উল্টোদিকে ছিলেন বিজেপির ডা. ইন্দ্রনীল খাঁ এবং সিপিএম এর তরফে তরুন নেতা শতরূপ ঘোষ। কসবা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আহমেদ জাভেদ খান। তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীর সাথে তাঁর প্রাপ্ত ভোটের ব্যবধান ৫৯২৭৭টি।
ফল ঘোষণা হয়েছে নন্দীগ্রামে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১২০০ ভোটে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে হারিয়ে জয়ী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আবারও তৃণমূলের মুঠোতে সিঙ্গুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের মাটি থেকে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না। বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে তিনি হারিয়েছেন ২৫৯৩৩ ভোটে।
বেহালা পূর্ব কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায়ের গড়ে লড়ে জয় ছিনিয়ে নিলেন প্রাক্তন শোভন পত্নী।
ভবানীপুর কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষকে হারিয়ে ২১৩৭৮ ভোটে জয়ী হয়েছেন শোভনদেব।
উলুবেড়িয়া দক্ষিণে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী পুলক রায়। বিজেপি প্রার্থী পাপিয়া দে অধিকারীকে তিনি হারিয়েছেন ২৯৮০০ ভোটে।
হাওড়া শ্যামপুরে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কালিপদ মন্ডল। তিনি জয়ী হয়েছেন ৩১৫১৪ ভোটে।
ডাবগ্রাম ফুলবাড়িতে জয়ী বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি। ৫১.৫৬% ভোট পেয়ে জিতেছেন তিনি।
সুতি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের ইমানি বিশ্বাস। তাঁর প্রাপ্ত ভোট ৬১.৪৬%
কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। ৩৪০০০ ভোটে জয়ী তিনি।
চৌরঙ্গী বিধানসভাতেও অব্যাহত সবুজ ঝড়। জয়ী তৃনমুল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়।
বারাসাত বিধানসভায় জয়ী তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জীত চক্রবর্তী।
খড়্গপুর সদরে জয়ী বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।
আসানসোল দক্ষিনে হার তৃণমূলের। সায়নী ঘোষকে হারিয়ে জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
শিলিগুড়িতে লাল শিবিরে ফুটল পদ্ম। জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।
দুবরাজপুরেও জয়ী বিজেপি। জয়ী বিজেপির অনুপ কুমার সাহা।