সম্প্রতি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে শুরু করেছে আমেরিকা। ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছিল বেশ কিছু সেনা। এরই মধ্যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। আফগানিস্তানের একটি স্কুলের পাশেই বিস্ফোরণে মৃতের সংখ্যা ছাড়ালো ৫০। আহত শতাধিক। মৃতদের মধ্যে অধিকাংশই পড়ুয়া বলেই জানা যাচ্ছে।
শনিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শিয়া সম্প্রদায় অধ্যুষিত এলাকার সৈয়দ আল শাহদা স্কুলের পাশে। এই বিস্ফোরণের পরে কার্যতই ভয়াবহ চেহারা নিয়েছে কাবুল শহর। শহরের আনাচে-কানাচে এখন শুধুই অ্যাম্বুলেন্সের সাইরেন আর ইতস্তত ছড়িয়ে থাকা মৃতদেহ। জখম ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটবর্তী মোহাম্মদ আলি জিন্নাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যদিও এই হামলার দায় এখনও পর্যন্ত স্বীকার করেনি কেউই তবে প্রাথমিক ভাবে শিয়া এলাকায় এই হামলার নেপথ্যে ইসলামিক স্টেট গোষ্ঠী থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
শহরে এহেন ঘটনার পরে ক্ষুব্ধ জনতা হামলা চালাই স্বাস্থ্য কর্মীদের উপর। স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র গুলাম দস্তিগার নাজারি এদিন জানিয়েছেন এইকথা। এই পরিস্থিতিতে স্থানীয়দের কাছে নির্বিঘ্নে অ্যাম্বুলেন্স যেতে দেওয়ার আবেদন করেন স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র। উদ্ধার কাজে সাধারণ মানুষকে সাহায্য করতে আহ্বানও জানিয়েছেন তিনি।