এই মুহূর্তে ব্রিগেডের মঞ্চে উপস্থিত রয়েছেন বাম নেতা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, অধীর চৌধুরী, রবিন দেব, প্রদীপ ভট্টাচার্য, মহম্মদ সেলিম, সীতারাম ইয়েচুরি সহ শীর্ষ নেতারা । বক্তব্য রাখছেন বিমান বসু । তাঁর কথায়, ‘এই সমাবেশ সাধারণ মানুষের সমাবেশ, অতিতে এরকম সমাবেশ হয়নি , একদিকে তৃণমূল আর বিজেপি আরেকদিকে আমরা সবাই ।’ তাঁর কথায় স্পষ্ট আজকের এই সভায় বেশ ভালো ফল পাবেন বলেই আশাবাদি তাঁরা । বাম-কংগ্রেসের জোট সমাবেশ আজ ব্রিগেডে । এই জনসভায় যোগ দিতে ইতিমধ্যেই রাজ্যের বহু কর্মী-সমর্থকেরা বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডের দিকে এগিয়ে আসছেন । ধর্ম নিরপেক্ষ সরকার গড়ার উদ্দেশ্যে অনুষ্ঠিত হওয়া ব্রিগেডের সভায় যোগ দিতে খিদিরপুর থেকে বিশাল মিছিল বেরিয়েছে সমর্থকদের । হারানো ভোট উদ্ধারে মরিয়া সিপিএম । অন্যদিকে বাম-কংগ্রেসের জোট হলেও আজ এই জনসভায় উপস্থিত থাকছেননা রাহুল, সোনিয়া এবং প্রিয়াংকা । তবে কি এঁদের অনুপস্থিতি কোনভাবে তৃণমূলের জন্য দরজা খোলা রাখার ব্যবস্থা করে দিচ্ছে । অন্যদিকে এই সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিরোধী দলীয় কর্মীদের মধ্যে হাতাহাতির ছবি সামনে এসেছে । আইএসেএফের সঙ্গে তৃণমূলের সংঘর্ষে আক্রান্ত ৬ । ওদিকে তৃণমূলের ওপর হামলা চালানোর অভিযোগ আবাস উদ্দিনের সমর্থকদের ওপর ।
