0
0
Read Time:48 Second
সল্টলেকের ধর্নাস্থলে আচমকাই মুখ্যমন্ত্রী। উঠল WE WANT JUSTICE স্লোগান। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার দুদিনের মধ্যেই আচমকাই সেখানে যান মুখ্যমন্ত্রী। রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এদিন বেশ কয়েক মিনিট মাইক হাতেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। ধর্নাস্থলে খানিক বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়ে যায় । মুখ্যমন্ত্রী অনুরোধ করছেন, তাঁকে কথা বলতে দেওয়ার জন্য। তারপরেই কথা বলতে দেওয়া হয় তাঁকে।
বিস্তারিত