নির্বাচন যত এগিয়ে আসছে ততই পাল্টাচ্ছে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক সমীকরণ। কখন একদল থেকে আরেক দলে ঝাঁপাচ্ছে নেতা থেকে কর্মীরা। আবার কখনও রাজনৈতিক হিংসায় নাম লেখাচ্ছে শাসক থেকে বিরোধীরা। এমনই এক রাজনৈতিক হিংসার ঘটনা ঘটল দিঘায়। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার কয়েকঘণ্টা আগে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা ও দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে।
ঘটনার প্রতিবাদে সোমবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখায় বিজেপি নেতৃত্ব। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দিঘা থানার পুলিশ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিজেপি নেতৃত্ব। অন্যদিকে, নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পাল্টা তাদের দাবি বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফলেই এমন ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিঘা থানার পুলিশ।