সাংসদ পদ থেকে ইস্তফা বাবুলের । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 25 Second

আজ অর্থাৎ মঙ্গলবার শেষপর্যন্ত সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন সকালে লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে ইস্তফাপত্র জমা দিয়ে আনুষ্ঠানিক ভাবে পদ ছাড়লেন বাবুল। তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন বাবুল। কিন্তু স্পিকারের সময়াভাবে এতদিন সেই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভবপর হয়ে ওঠেনি। এরপর সোমবার বাবুল নিজেই টুইট করে জানান, মঙ্গলবার তাঁকে সময় দিয়েছেন স্পিকার। তাঁর কাছেই আনুষ্ঠানিক ভাবে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি। সেইমত মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ ইস্তফাপত্র সমেত স্পিকারের বাড়িতে পৌঁছে যান বাবুল।

গত অগস্টে মোদীর মন্ত্রিসভা থেকে বাদ পড়েছিলেন বাবুল। মন্ত্রীত্বের লিস্ট থেকে নাম কাটা যাওয়ার পরেই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক জীবন থেকেও সন্ন্যাস গ্রহণের কথা জানান তিনি। কিন্তু তার পরেই সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বাবুলের শাসক শিবিরে যোগ দান করার জেরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। যদিও বিজেপি ছাড়ার পরেই সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য স্পিকারের কাছে একাধিক বার আবেদন জানান। কিন্তু নানা কারণে সেই সাক্ষাৎ তখনই সম্ভবপর হয়ে ওঠেনি। যা নিয়ে শোনা যায় বহু গুঞ্জন। আপাতত বাবুলের ইস্তফা পর্ব শেষ। তবে কি এবার ঘাসফুলের টিকিটে আসানসোলের চেনা ময়দানেই খেলতে নামবেন বাবুল? এই প্রশ্ন নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

চোখেমুখে আতঙ্ক ! কাশ্মীর ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরা । এম ভারত নিউজ

কাশ্মীর ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছে জঙ্গিরা। প্রাণ বাঁচানোর তাগিদে কাশ্মীর ছাড়ার হিড়িক পরিযায়ী শ্রমিকদের মধ্যে। মঙ্গলবার সকাল থেকেই শ্রীনগর বাসস্ট্যান্ডে চোখেমুখে আতঙ্ক নিয়ে কাশ্মীর ছাড়ার জন্যে ভিড় জমিয়েছেন পরিযায়ী শ্রমিকরা। জীবন জীবিকা ভুলে এখন শুধু প্রাণে বেঁচে থাকাটাই প্রধান এই পরিযায়ী শ্রমিকগুলির কাছে। গত কয়েক দিনেই উপত্যকায় মোট ১১ জন […]

You May Like

Subscribe US Now

error: Content Protected