ফের শিরোনামে বাবুল । কিছুদিন আগেই রাজনীতির কথা ছাড়ার কথা বলেছিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়, বলেছিলেন সাংসদ পদ থেকেও সরে যাওয়ার কথা । জানিয়েছিলেন রাজনীতি নয় মানুষের উন্নয়ন চান তিনি । এবার সাংসদ হিসেবে মানুষের সুবিধের জন্যে বেশ কয়েকটি কাজে নিজেকে নিযুক্ত করলেন । বেশ কয়েকদিন আগেই রাজনীতি এবং সাংসদ পদ ছাড়া নিয়ে একটি লেখা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি । এরপরেই বাড়ে জল্পনা, মনে করা হয় তিনি বোধহয় সত্যিই সরে দাঁড়াচ্ছেন রাজনীতি থেকে।

তবে এখানেই শেষ নয় বারবার রাজনৈতিক নেতারা তার সঙ্গে কথা বলেন এবং অবশেষে জেপি নাড্ডার কথায় সাংসদ পদ রেখে দেন বাবুল । আর এবারে সাংসদ পদে থেকে এগিয়ে এলেন মানুষের উন্নয়নের কাজে । মানুষের অনুরোধেই High Mast Light লাগানোর অনুমোদন দিলেন তিনি । অনুমোদন দিলেন নিজের সাংসদ তহবিল থেকেই । পাশাপাশি রাজ্য সরকারের Executive Agency-র কাছে পুজোর আগেই কাজ সম্পূর্ণ করার আশাও প্রকাশ করেন ।