আগামীকালই ইস্তফা বাবুলের ? জল্পনা তুঙ্গে । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 38 Second

অবশেষে আগামীকালই স্পিকারের সঙ্গে দেখা করতে চলেছেন তৃণমূলে যোগদান করা বাবুল সুপ্রিয়। জানা যাচ্ছে এর আগেও বহুবার চিঠি লিখলেও স্পিকারের তরফ থেকে সময় পাননি বাবুল । অবশেষে আগামীকাল সকাল এগারোটা নাগাদ দেখা করার জন্য সময় দেওয়া হয়েছে তাঁকে

জানানো যাচ্ছে আগামীকাল ইস্তফা দিতে পারেন তিনি। যদিও দলের তরফ থেকে আগাম ১৯শে অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে তাঁকে। এখানেই শেষ নয় আসানসোল উপনির্বাচন নিয়ে ইতিমধ্যেই জল্পনা উসকে দিয়েছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী কাল স্পিকারের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে টুইট করেন বাবুল সুপ্রিয়। তিনি লেখেন, ” স্পিকার ওম বিড়লা মহাশয়কে আমি শ্রদ্ধার্ঘ্য জানাই। আমাকে আগামীকাল সকাল ১১ তার সময় তিনি সময় দিয়েছেন। তাই আগামীকালই আমি তাঁর হাতে আমার ইস্তফা পত্র জমা দেব। এর পর থেকে আমি বিজেপি সাংসদ হিসেবে কোনও অর্থ ও অন্যান্য সুযোগ-সুবিধা নেব না । শুধু তাই নয় আমি আর বিজেপির অংশ নয় । ” বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, যে বিজেপির জন্যই এক সময় তিনি জয়লাভ করেছিলেন, আগামী দিনে সেই দলের অংশ হিসেবে থাকতে চান না তিনি। এমনকি আগামী দিনে যদি জেতার হয় তাহলে তা নিজ গুণেই জিততে চান তিনি। তিনি জানান, ”আমার মধ্যে যদি কিছু থেকে থাকে তাহলে আমি আবার জয়লাভ করব। ” উল্লেখ্য ২০১৪ সালের লোকসভা থেকেই পথ চলা শুরু বাবুলের । তারপর ২০১৯,সেখানেও আরও বিপুল ভোটে জয়লাভ করেছিলেন তিনি। তবে আগামী দিনে জয়লাভ করার বিষয়ে মন্তব্য করে আসানসোল উপ নির্বাচনের বিষয়টি আরও একবার সকলের নজরে নিয়ে আসেন তিনি। সরাসরি ভাবে কিছু না জানালেও রাজনৈতিক মহলে এই নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে ইতিমধ্যেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

১৫ দিন পরেও অনশন অব্যাহত আরজি করে । এম ভারত নিউজ

পার হয়েছে ১৫ দিন, এখনও অচলাবস্থা কাটেনি আরজিকর হাসপাতালে। জানা যাচ্ছে, ছাত্র-ছাত্রীদের তরফ থেকে এখনও পর্যন্ত অব্যাহত রাখা হয়েছে অনশন। ইতিমধ্যে অধ্যক্ষের ইস্তফার দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন ছাত্রছাত্রীরা। অনশনে যোগদান করেছেন হাসপাতালের জুনিয়র ডাক্তার থেকে শুরু করে অনেকেই। প্রসঙ্গত উল্লেখ্য ,ছাত্র ছাত্রীদের অনসনের কারণে হাসপাতালে পরিসেবাই যাতে ব্যাঘাত না ঘটে, […]

You May Like

Subscribe US Now

error: Content Protected