রাতভর বৃষ্টিতে নাজেহাল বাণিজ্য নগরী, বিপর্যস্ত ট্রেন, বাস ও উড়ান পরিষেবা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 47 Second

রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরী। কোথাও হাঁটু সমান জল, তো কোথাও আবার কোমর সমান। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার রাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় মুম্বই ও মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে। রাতের বৃষ্টির জেরে প্লাবিত হয়ে যায় বিভিন্ন এলাকা। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে পশ্চিম মুম্বইয়ের সান্তাক্রুজে। জল জমেছে কোলাবা, বান্দ্রা, মীরা রোড, পারেল সহ বিস্তীর্ণ এলাকায়। শুধুমাত্র জরুরি পরিষেবা প্রদানকারী অফিসগুলি ছাড়া শহরের সব সরকারি আর বেসরকারি অফিস বন্ধ রাখার জন্য আবেদন করেছে বৃহন্মুবই পুরসভা। কার্যত বিপর্যস্ত শহরের ট্রেন-বাস ও উড়ান পরিষেবা।
আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেছে মৌসম ভবন। সেইসঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। ইতিমধ্যেই পালঘর, মুম্বই, ঠানে এবং রায়গড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে পরিস্থিতির ওপর সর্বদা নজর রাখছে প্রশাসন। এমনিতেই করোনা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে সেখানকার প্রশাসন তার ওপর বৃষ্টিতে পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে প্রশাসনকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজ্যে কর্মসংস্থানের আশ্বাস মুখ্যমন্ত্রীর, দিঘা, বানতলা, মেদিনীপুর হচ্ছে বিদেশি বিনিয়োগ, নবান্নে জানালেন মমতা । এম ভারত নিউজ

পাখির চোখ আসন্ন নির্বাচন। তার আগে বুধবার নবান্নে একটি ভার্চুয়াল সভায় কর্মসংস্থানের দিশা দেখালেন তিনি। রাজ্যের বানতলা, দিঘা, মেদিনীপুরের মতো একাধিক জায়গায় বিনিয়োগ হচ্ছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবেই রাজ্যে প্রচুর কর্মসংস্থান হবে বলেও আশ্বাস দেন তিনি। এদিন মমতা বলেন, “বানতলায় চর্মশিল্পে কমপক্ষে পাঁচ লক্ষ কর্মসংস্থান হবে। জার্মানের বিনিয়োগের […]

Subscribe US Now

error: Content Protected