গ্রেটা থুনবার্গের টুলকিট মামলায় গ্রেপ্তার বেঙ্গালুরুর যুবতী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 6 Second

গ্রেটা থুনবার্গ-এর শেয়ার করা টুলকিট এর ওপর যে এফআইআর করা হয়েছিল তার ভিত্তিতে গ্রেফতার করা হল ব্যাঙ্গালুরুর এক পরিবেশবিদকে। পরিবেশবিদের নাম দিশা রবি। তার বয়স ২১ বছর। তিনি ‘ফ্রাইডে ফর ফিউচার’ নামক একটি সংস্থার কর্ণধার। দিশা মাউন্ট কার্মেল কলেজের ছাত্রী . বর্তমানে তাঁকে দিল্লি পুলিশের একটি স্পেশাল হেফাজতে রাখা হয়েছে।

বেশ কিছুদিন আগে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের দিনে কৃষক আন্দোলনকারি কৃষকেরা ট্রাক্টর মার্চ করেছিলেন এবং তাদের এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছিলেন স্বল্প বয়সী পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ। পাশাপাশি টুইটারে নিজের একাউন্টে একটি টুলকিট শেয়ার করেছিলেন তিনি যার ভিত্তিতেই বিদেশ মন্ত্রকের তরফ থেকে তাঁকে ফোন করে বলা হয়েছে – না জেনে কোন বিষয়ে মন্তব্য করা উচিত হয়নি তাঁর।

পরবর্তীতে দিল্লি সরকারের তরফ থেকে গ্রেটা থুনবার্গ-এর শেয়ার করা ওই টুলকিট নির্মাণকারী সংস্থা ওপর এফআইআর- করা হয়। যদিও টুলকিট নির্মাণকারী সংস্থার সদস্যরা নিজেদেরকে ‘পোয়েটিক জাস্টিক ফাউন্ডেশনে’র সদস্য বলে দাবি করেছেন , তবে দিল্লি পুলিশের মধ্যে তারা প্রত্যেকেই খলিস্তানী গ্রুপের সদস্য।

তবে, দিল্লি পুলিশের চোখ রাঙানিকে ভয় পাননি গ্রেটা থুনবার্গ বরং প্রত্যুত্তরে তিনি বলেছেন এরপরেও ভারতের কৃষকদের পাশে তিনি আছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নবান্ন অভিযানে আহত বাম যুবকের মৃত্যু । এম ভারত নিউজ

বঙ্গ ভোটের আগে বিজেপিকে টেক্কা দিয়ে বামেদের মিছিল পৌঁছে গিয়েছিল নবান্ন অভিযানে। আর সেখানেই পুলিশের হামলায় আহত হন একজন ৩৪ বছরের বাম সমর্থক। সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে আজ সকালেই মৃত্যু হয়েছে ওই উক্ত বাম সমর্থকের। আহত হওয়ার পর তাঁকে কলকাতার নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল। উক্ত এই সমর্থকের নাম […]

Subscribe US Now

error: Content Protected