মুম্বইয়ে লোকাল ট্রেনের চাকা গড়ালেও এখনও এরাজ্যে চলেনি লোকাল ট্রেন। লকডাউনের পর অন্যান্য পরিষেবা মিললেও লোকাল ট্রেন কবে চালু হবে তা এখনও নিশ্চিত নয়। শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলছে রাজ্যে। আর তাতেই যত কাণ্ড। শুক্রবারের পর শনিবারও স্টাফ স্পেশাল ট্রেনে চড়ার দাবিতে হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখাল যাত্রীরা। এদিন সন্ধ্যায় স্টাফ স্পেশাল ট্রেনে চড়তে প্রচুর সংখ্যক যাত্রী হাজির হয় হাওড়া স্টেশনে। কিন্তু তাঁদের স্টেশনে ঢুকতে বাধা দেয় রেলপুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা গেট ভাঙার চেষ্টা করেন বলে অভিযোগ।
রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয় হাওড়া স্টেশন চত্বরে। লাঠিচার্জ করতে বাধ্য হয়ে জিআরপি। আহত হয়েছেন মহিলা যাত্রী–সহ অনেকেই। অভিযোগ পুলিশ লাঠিচার্জ করতে গেলে পাল্টা লাঠি কেড়ে নিয়ে তা পুলিশের দিকে ছুঁড়ে মারা হয়। এমনকি এক মহিলা পুলিশকে মারধরও করা হয় বলে অভিযোগ। যাত্রীদের মধ্যে অনেকেরই লাঠির ঘায়ে কমবেশি চোট পেয়েছেন।