লক্ষ্য উত্তরপ্রদেশ নির্বাচন ২০২২ । আর তার আগেই শাহী সাক্ষাৎ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিজস্ব ভাব মুর্তি পরিবর্তন করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। গতকাল এই বৈঠক ডেকেছিলেন অমিত শাহ। বিধানসভা নির্বাচনে ঠিক কোন কোন বিষয়গুলিতে নজর দেওয়া হবে, এমনকি ঠিক কিভাবে বিধানসভা নির্বাচনকে পরিচালনা করা হবে, সেই বিষয়ে আলোচনা করা হয় গতকাল। করোনাকালীন কঠিন পরিস্থিতিতে উত্তরপ্রদেশের স্বাস্থ্য এবং সমাজ সচেতনতার পরিকাঠামো উঠে এসেছিল সকলের সামনে। আর এবার নির্বাচনের আগেই সেই ভাবমূর্তিকে পরিবর্তন করতে উঠে পড়ে লাগল যোগী সরকার। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল এই বৈঠকে উপস্থিত ছিলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, স্বতন্ত্র দেব সিং ও সুনীল বনসল। মূলত আসন্ন নির্বাচনে কাদের প্রার্থী পদ দেওয়া হবে, সেই বিষয়ে আলোচনা হয় গতকাল। সূত্রের খবর অনুসারে জানা যায় গতকাল সাড়ে তিন ঘণ্টা ধরে চলে এই বৈঠক।

মূলত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে সংসদে একাধিক অভিযোগ তুলে আনেন বিরোধীরা। পাশাপাশি তাঁদের অভিযোগ মুখ্যমন্ত্রীর একা চলার অভিব্যক্তি ফুটে ওঠে তাঁর কাজের মধ্যে দিয়ে। যা সাধারণ মানুষের জন্য কখনোই মঙ্গলদায়ক নয়। অপরদিকে বিরোধীদল একের পর এক ছোট দলগুলোকে জোট বদ্ধ করার চেষ্টা করছে। সেক্ষেত্রে তা যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যোগী সরকারের জন্য। আর সেই কারণেই এবার তড়িঘড়ি শাহী সাক্ষাৎ সারলেন তিনি।