অলিম্পিক্স শুরু হতে আর মাত্র ৩ দিন বাকি । তার আগেই সমালোচনার মুখে ভারতীয় টেনিসমহল। ২০২১-এর টোকিও অলিম্পিক্সে ভারতীয় টেনিস তারকাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ভারতের টেনিস তারকা রোহন বোপান্না। বোপান্নার সঙ্গে একই গলায় সুর চড়ালেন প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা। এই দুই টেনিস তারকার বিতর্কিত মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় টেনিস সংস্থা। আইটিএফ জানিয়েছে, এবছরের অলিম্পিক্সের নিয়ম না জেনে বিতর্কিত টুইট করে নিজেদের মূর্খামির পরিচয় দিয়েছেন দুই প্রাক্তন টেনিস তারকা।
টেনিস তারকা রোহন বোপান্না টুইট করে দাবি করেন ,ভারতীয় টেনিস সংস্থা এবারেরর অলিম্পিক্সে সিঙ্গেল ও ডবলসের নির্বাচন প্রক্রিয়া সঠিক নিয়ম মেনে করেনি। ইন্ডিয়ান টেনিস ফেডারেশন সুমিত নাগাল এবং রোহন বোপান্নার মনোনয়নপত্র জমা নেয়নি। দু’জনকেই মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এখনো আছে বলে জানানো হয়েছিল ফেডারেশন এর তরফ থেকে। রোহনের এই মন্তব্যে আইটিএফ যথেষ্ট অসন্তুষ্টি প্রকাশ করেছে। বেপান্নার এই বিতর্কিত ট্যুইটের পর আইটিএফ এর তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার বিষয়।