দিল্লিতে জরুরি তলব বঙ্গ বিজেপি নেতাদের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 24 Second

আসন্ন ভোটের আগে দিল্লি থেকে ডেকে পাঠানো হল বঙ্গ বিজেপি নেতাদের । দলের সদর দফতরে বেলা তিনটে নাগাদ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট নিয়ে জরুরি আলোচনা। সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তী ,বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষদের পাশাপাশি বৈঠকে থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ। তাদের প্রত্যেককে ডেকে পাঠানো হয়েছে দীনদয়াল উপাধ্যায় মার্গে। সেই লক্ষ্যেই আজ দিল্লিতে দলের সদর কার্যলয়ে জরুরি বৈঠক।

আজ দুপুর তিনটে নাগাদ বিজেপি দফতরে শুরু হবে বৈঠক , উপস্থিত থাকবেন সকল শীর্ষনেতাসহ অন্যান্য মন্ত্রীরা। আজকের বৈঠকের সফলতা অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে ।আগামী মাসের তৃতীয় সপ্তাহেই পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে। সম্ভবত এই মাসের শেষের দিকেই রাজ্য উপস্থিত হবেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি-সহ একাধিক বিষয় খতিয়ে দেখবেন কমিশনের শীর্ষ কর্তারা। বঙ্গ বিজেপি নেতৃত্বের বক্তব্য আসন্ন ভোটের আগে এরকম সভা আবারও হতে পারে। যত ভোট এগিয়ে আসছে ততই দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপি বিভিন্ন নেতারা বিভিন্ন জেলায় জেলায় সভা করছেন ।হাল ছাড়তে নারাজ প্রত্যেকেই। তাঁদের দৃঢ় বিশ্বাস এবার তারাই গদিতে আসছেন , অন্যদিকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় তৃণমূল। তাই আসন্ন ভোটের আগে এই ধরনের বৈঠক রাজনৈতিক মহলে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দেশজুড়ে ভ্যাকসিন প্রদানের শুভসূচনা, উদ্বোধনে প্রধানমন্ত্রী । এম ভারত নিউজ

পূর্বঘোষণা মত, আগামী শনিবার সকাল সাড়ে দশটায় দেশের বিভিন্ন প্রান্তে করোনার টিকাকরন শুরু হচ্ছে । এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করণা আবহে দেশের এত বড় কর্মসূচির উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভার্চুয়ালি। ঐদিন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের ৩০০০ টি কেন্দ্র সংযুক্ত থাকবে। প্রতিটি কেন্দ্রে একশোজনকে টিকা দেওয়া […]

Subscribe US Now

error: Content Protected