Bengal Budget: আজকের বাজেট এক নজরে। এম ভারত নিউজ

Mbharatuser

চা শিল্পের জন্য ছাড় দেওয়া হচ্ছে, ঘোষণা চন্দ্রিমার

0 0
Read Time:3 Minute, 25 Second

আগামী মার্চ মাসের বেতন থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, অতিরিক্ত ৩ শতাংশ ডিএ দেবে রাজ্য। সরকারি কর্মচারীদের পাশাপাশি, পেনশনভোগীরাও ওই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

বকেয়া ডিএ নিয়ে এমনিতেই চাপে রয়েছে রাজ্য সরকার। বকেয়া না পেলে নির্বাচনের কাজে যাবেন না বলে নবান্ন এবং নির্বাচন কমিশনকে মঙ্গলবারই হুঁশিয়ারি দিয়েছে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। তবে সরকারের এই তিন শতাংশ ডিএ ঘোষণা নিয়ে মোটেই খুশি নন আন্দোলনকারীরা। তাদের দাবি দ্রুত মেটাতে হবে বকেয়া ডিএ। তা না হলে আন্দোলন জারি থাকার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এছাড়া রাজ্যবাসী কি পেল বাজেটে?কোন খাতে কত বরাদ্দ ? দেখুন এক নজরে:

১) বিধায়কের তহবিলে ১০ লক্ষ টাকা বাড়ানো হল। এতদিন পর্যন্ত এলাকার উন্নয়নের স্বার্থে ৬০ লক্ষ টাকা ছিল। তা ১০ লক্ষ টাকা বাড়িয়ে ৭০ লক্ষ করা হল

২) জিএসটি, বিক্রয়কর, স্ট্যাম্প ডিউটি, আফগারি, ভূমি রাজস্ব পরিবহন থেকে আসে। জিএসটি রিটার্ন ১০০ ভাগ জমা করার ক্ষেত্রে রাজ্য বিশেষ নীতি গ্রহণ করার ফলে এই আর্থিক বছরে রিটার্ন ৭০ থেকে ৯৫ শতাংশে উন্নীত হয়েছে। যেটি জাতীয় গড়ের থেকে অনেকটাই বেশি।

৩) জিএসটি রাজস্ব বৃদ্ধি গত আর্থিক বছরে ২৩ শতাংশ হয়েছে। এই বছর জানুয়ারি পর্যন্ত জিএসটি ক্রমবর্ধমান বৃদ্ধির হার ২৪.৪৬ শতাংশ পৌঁছেছে। যা সর্বভারতীয় গড়ের চাইতে অনেকটাই বেশি।

৪) চা শিল্পের জন্য ছাড় দেওয়া হচ্ছে, ঘোষণা চন্দ্রিমার।

৫) অর্থমন্ত্রী জানান, ‘নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার অগ্রণী ভূমিকা পালন করছে। ই-গভর্নেন্স মডেল ব্যবহার করা হচ্ছে।’

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৫০০ নয়, এবার থেকে লক্ষ্মীর ভান্ডারে সব মহিলারাই ১০০০ টাকা করে পাবেন৷ এ দিন বিধানসভায় রাজ্য বাজেট ঘোষণার পরই এ কথা জানান মুখ্যমন্ত্রী ৷

http://dhunt.in/JCSe6

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিবাহবন্ধনে আবদ্ধ HIV পজিটিভ দম্পতি, বিস্মিত নেটদুনিয়া! এম ভারত নিউজ

ধীরে ধীরে প্রেমের সম্পর্ক তৈরি হয়। আর সেই প্রেমই পরিণতি পেল

Subscribe US Now

error: Content Protected