কেন্দ্রীয় পুরষ্কারে সম্মানিত বাংলা, হিটলিস্টে ‘দুয়ারে সরকার’। এম ভারত নিউজ

admin

সে কারনেই তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে সম্মানিত করা হল এই প্রকল্পকে।

0 0
Read Time:3 Minute, 9 Second

কেন্দ্রে সম্মানিত হল পশ্চিমবঙ্গ। রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পকে প্ল্যাটিনাম ডিজিটাল পুরষ্কার দিয়ে সম্মান জানালো কেন্দ্র সরকার। নয়াদিল্লির বিজ্ঞানভবনে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার নিজে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর হাতে তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পুরষ্কার হাতে পেয়ে যথেষ্টই উচ্ছস্বিত ও গর্বিত চন্দ্রিমা। পাশাপাশি তিনি বঙ্গ বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, ‘কেন্দ্র আমাদের এই প্রয়াসকে সম্মান জানিয়েছে, অথচ বাংলার বিজেপি নেতারা এই প্রকল্পের সমালোচনা ও বিরোধিতা করছে ক্রমাগত। যমের দুয়ারে সরকার বলেও কটাক্ষ করেছে তারা।‘

শমীক ভট্টাচার্য বলেন, ‘তাঁরা এই প্রকল্পের আগেও সমালোচনা করেছেন, এখনও করছেন। কোনও একটা প্রকল্প পুরষ্কার পেতেই পারে। দুয়ারে সরকারের মাধ্যমে যে অগণিত মানুষের সংযোগ ঘটানো যাচ্ছে সেটাই আসল কথা।’ আবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘অনেক রাজনৈতিক কুৎসা এবং অপপ্রচারের পরেও কেন্দ্রীয় সরকারের থেকে এই পুরস্কার পেল দুয়ারে সরকার। এই কাজ যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাল কাজের স্বীকৃতি, তেমন বিরোধিদের কাছে দুয়ারে হতাশা।

বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা একসঙ্গে পাওয়ার জন্য দুয়ারে সরকার প্রকল্প এনেছিল রাজ্য। নির্দিষ্ট সময় নির্দিষ্ট এলাকায় তৈরি ক্যাম্পে গিয়ে মানুষ সহজেই স্বাস্থ্য়সাথী, রেশন কার্ড, লক্ষীর ভাণ্ডার, অন্যান্য বিভিন্ন সরকারি ভাতা সহ বিভিন্ন সরকারি সুবিধা পেয়ে থাকেন। আজকের দিনে দাঁড়িয়ে নতুন অ্যাপ এবং ডিজিটাল পদ্ধতিতে মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্প সুষ্ঠুভাবে করা নিয়ে বারবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সে কারনেই তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে সম্মানিত করা হল এই প্রকল্পকে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

চাঁদিপুরে বড় সভা শুভেন্দুর, মঞ্চ থেকেই দুর্নীতি নিয়ে হুঙ্কার। এম ভারত নিউজ

তৃণমূলের সবাই চোর' স্লোগানে জোরদার জনসভা চলছে চাঁদিপুরে।
politics_310

Subscribe US Now

error: Content Protected