“রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি উদ্বেগজনক। সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলা।” রাজ্যের প্রশাসনিক অবস্থা নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল বলেন, “নিজের ভূমিকা পালনে ব্যর্থ পুলিস, তাঁরা শাসক দলের হয়ে কাজ করছে।” এর আগেও একাধিকবার প্রকাশ্যে এসেছে রাজ্য-রাজ্যপাল সংঘর্ষ। এদিন ফের একবার মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজ্যপালের প্রশ্ন, “আমাকে রাজ্যের খুঁটিনাটি জানানো হচ্ছে না কেন?।” সরাসরি মুখ্যমন্ত্রীর নাম করে রাজ্যপাল বলেন, “আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আমাকে সব জানানোর জন্য, আমি সব বিষয়েই খোঁজ নেব। তথ্য চাপতেই একাজ করা হচ্ছে।
রাজ্যপাল প্রশ্ন করলে এড়িয়ে যান মুখ্যমন্ত্রী।” তারপরেই ধনকড়ের পাল্টা প্রশ্ন বাংলায় কি নৈরাজ্য চলছে না! এদিন রাজ্যপাল সরাসরি তাক করেছেন রাজ্য পুলিশের ডিজিকে। তিনি বলেন, “রাজ্য পুলিশের ডিজির আচরণ ঔদ্ধত্যপূর্ণ। তিনি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। তাঁর অভিযোগ, “বাংলার মুখ্যমন্ত্রী ডিজি-সহ পুলিশকে আড়াল করার চেষ্টা করে গণতন্ত্র ও পুলিশরাজ একসঙ্গে চালাচ্ছে”।