স্বপ্নভঙ্গ বাংলার মেয়ে প্রণতির । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 5 Second

সকাল থেকে শুরু হয়েছে টোকিও অলিম্পিকের দ্বিতীয় দিনের সমস্ত ইভেন্টগুলি। আর এরই মধ্যে অন্যতম সেরা ইভেন্ট ছিল আর্টিস্টিক জিমনাস্টিক। আর ভারতের তরফ থেকে এই ইভেন্টে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বাংলার অন্যতম পটচিত্রের শিল্পীদের জন্য প্রসিদ্ধ জায়গা পিংলার প্রণতি নায়েক। বাংলা সহ গোটা দেশের তরফ থেকে আর্টিস্টিক জিমন্যাস্ট টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী একমাত্র সে নিজে। তবে আজকের দিনের শুরুটা ঠিক তাঁর জন্য ছিল না। আজ এই ইভেন্টের সূচনাপর্বে ব্যর্থ হয়েছেন প্রণতি। জানা যায় চার রাউন্ড মিলিয়ে তাঁর মোট পয়েন্ট ৪২.৫৬৫ ৷ যা তাঁকে ফাইনালে পৌঁছে দেওয়ার জন্য মোটেই যথেষ্ট ছিল না। দীর্ঘ সংগ্রামের পর টোকিও অলিম্পিকে গেমস ভিলেজে তো পৌঁছে গিয়েছিলেন প্রণতি ।তবে জয়ের হাসি হাসতে পারল না সে। জানা যায় যোগ্যতা অর্জন পর্বে ১২ তম স্থান অধিকার করে সে।

দীর্ঘ লড়াইয়ের এক গল্প পার করে টোকিও অলিম্পিকের মাঠে এক ইতিহাস রচনা করতে গিয়েছিল সে। আর তাই আজ সকাল থেকেই টোকিও অলিম্পিকে প্রধান নজর ছিল বাংলার মেয়ে প্রণতির উপরে। দেশে বসে আশায় সময় কাটাচ্ছিলেন তার কোচ রাখি দেবনাথ। অপেক্ষা করছিলেন বারাসাত সমন্বয়ের সমস্ত সদস্যরাই। তবে ইতিহাস রচনা করতে গেলে প্রণতিকে এখনও অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দুরন্ত ঝড় তুলে দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধু । এম ভারত নিউজ

টোকিও অলিম্পিক ২০২১ এর দ্বিতীয় দিনে সাত সকালে মাঠে ঝড় তুললেন হায়দ্রাবাদী শাটলার পিভি সিন্ধু। সকাল থেকেই এক জ্বলন্ত অগ্নি পিন্ডের রূপে দেখা গেল পিভি সিন্ধুকে। গতবারের অলিম্পিকে রৌপ্য পদক প্রাপ্ত এই ব্যাডমিন্টন খেলোয়াড়ের থেকে একটি সুনিশ্চিত পদক আশা করছেন ভারতীয় ক্রীড়াবিদরা। প্রথম রাউন্ডে ইজরায়েলের পলিকারপোোভাকে নাস্তানাবুদ করে দ্বিতীয় রাউন্ডে […]

Subscribe US Now

error: Content Protected