সকাল থেকে শুরু হয়েছে টোকিও অলিম্পিকের দ্বিতীয় দিনের সমস্ত ইভেন্টগুলি। আর এরই মধ্যে অন্যতম সেরা ইভেন্ট ছিল আর্টিস্টিক জিমনাস্টিক। আর ভারতের তরফ থেকে এই ইভেন্টে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বাংলার অন্যতম পটচিত্রের শিল্পীদের জন্য প্রসিদ্ধ জায়গা পিংলার প্রণতি নায়েক। বাংলা সহ গোটা দেশের তরফ থেকে আর্টিস্টিক জিমন্যাস্ট টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী একমাত্র সে নিজে। তবে আজকের দিনের শুরুটা ঠিক তাঁর জন্য ছিল না। আজ এই ইভেন্টের সূচনাপর্বে ব্যর্থ হয়েছেন প্রণতি। জানা যায় চার রাউন্ড মিলিয়ে তাঁর মোট পয়েন্ট ৪২.৫৬৫ ৷ যা তাঁকে ফাইনালে পৌঁছে দেওয়ার জন্য মোটেই যথেষ্ট ছিল না। দীর্ঘ সংগ্রামের পর টোকিও অলিম্পিকে গেমস ভিলেজে তো পৌঁছে গিয়েছিলেন প্রণতি ।তবে জয়ের হাসি হাসতে পারল না সে। জানা যায় যোগ্যতা অর্জন পর্বে ১২ তম স্থান অধিকার করে সে।

দীর্ঘ লড়াইয়ের এক গল্প পার করে টোকিও অলিম্পিকের মাঠে এক ইতিহাস রচনা করতে গিয়েছিল সে। আর তাই আজ সকাল থেকেই টোকিও অলিম্পিকে প্রধান নজর ছিল বাংলার মেয়ে প্রণতির উপরে। দেশে বসে আশায় সময় কাটাচ্ছিলেন তার কোচ রাখি দেবনাথ। অপেক্ষা করছিলেন বারাসাত সমন্বয়ের সমস্ত সদস্যরাই। তবে ইতিহাস রচনা করতে গেলে প্রণতিকে এখনও অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন।