নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ নির্বাচনের দিন ঘোষণার প্রথম রবিবারেই জমজমাট হাওড়ার রাজনৈতিক উত্তাপ। এদিন বিজেপির তরফে পরিবর্তন যাত্রার আয়োজন করা হয়। সদর হাওড়ার জগৎবল্লভপুর, সাঁকরাইল ও দক্ষিণ হাওড়া বিধানসভা এলাকায় পরিবর্তন যাত্রার আয়োজন করা হলে তাতে অংশগ্রহণ করেন মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুরজিৎ সাহা, বিজেপি নেতা রাজীব ব্যানার্জী, বৈশালী ডালমিয়া। এদিন বিজেপির কর্মী সর্মথকদের বিশাল রোড শো থেকে শিবরাজ সিং চৌহান আওয়াজ তোলেন “তৃণমূল কর্মীদের তোষণ ও তোলাবাজি বিরুদ্ধে পরিবর্তনের পরিবর্তন চাইছে বঙ্গবাসী “।

ভোটের দিন ঘোষণার আগে থেকেই রাজ্যজুড়ে প্রচারে ঝড় তুলেছে বিজেপি। প্রায় রোজই দলের রথী মহারথীদের ময়দানে নামাচ্ছে গেরুয়া শিবির। প্রায় প্রতি সপ্তাহেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় বিজেপির কোনও না কোনও শীর্ষ নেতৃত্ব। নাড্ডা, অমিত শাহ থেকে শুরু করে বাদ যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বৃহস্পতিবারই রাজ্যে এসে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সোনার বাংলা কর্মসূচীর সূচনা করে গিয়েছেন। তারপরই রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷