শিশুদের ওপর শুরু হচ্ছে ভারত বায়োটেকের কোভ্যাকসিন ট্রায়াল । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 35 Second

এবার সুখবর শিশুদের জন্য। শিশুদের ওপর কোভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিল ডিসিজিআই। ২ থেকে ১৮ বছর বয়সী দের ওপর দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের কোভ্যাকসিন ট্রায়ালের অনুমতি পেল ভারত বায়োটেক । গতকাল কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অরগানাইজেশনের বিশেষজ্ঞ কমিটির তরফ থেকে ভারত বায়োটেককে অনুমতি দেওয়া হয়েছে। ভারতের পাশাপাশি শিশুদের করোনা ভ্যাকসিনের টিকা প্রদানের জন্য ফাইজারকে অনুমতি দিল আমেরিকান সরকার ।

প্রসঙ্গত উল্লেখ্য করোনার দ্বিতীয় ঢেউয়ে করোনা সংক্রমণ দেখা যাচ্ছে শিশুদের মধ্যেও। শিশুর শরীরের ইমিউনিটি পাওয়ার কম থাকার কারণে দ্রুততার সঙ্গে তা সংক্রমণ ঘটাতে পারে বলেই জানানো যাচ্ছে। সেই কারণেই এবার তড়িঘড়ি শিশুদের ভ্যাকসিনের কার্যকারিতা এবং প্রতিক্রিয়া খতিয়ে দেখতেই দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় পরীক্ষা শুরু করা হবে। ভারত বায়োটেকের তরফ থেকে জানানো হয়েছে, সমস্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হলে সর্বনিম্ন দু বছরের শিশুকেও এই ভ্যাকসিন দেওয়া যেতে পারে বলে।

প্রসঙ্গত উল্লেখ্য , বর্তমান পরিস্থিতিতে করা একটি সার্ভে অনুসারে দেখতে পাওয়া গেছে প্রথম ঢেউয়ের তুলনায় এইবার করোনা সংক্রমণ শিশুদের মধ্যে অধিক মাত্রায় দেখা যাচ্ছে। আর সেই কারণেই এবার তড়িঘড়ি অনুমতি দেওয়া হল ভারত বায়োটেককে। ট্রায়ালের জন্য কমপক্ষে ৫২৫ জন মানুষকে বেছে নেওয়া হবে বলে জানাল ভারতবায়োটেক। জানানো যাচ্ছে দিল্লিও পার্টনার এইমস হাসপাতাল সহ নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউটে এই পরীক্ষা চালানো হবে। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই শিশুদের জন্য তৈরি করা হবে ভ্যাকসিন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজ্যের কোথায় মিলবে ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ, কারা পাবেন ? দেখে নিন । এম ভারত নিউজ

কোথায় মিলবে করোনার দ্বিতীয় ডোজ? এই নিয়ে হয়রান রাজ্যবাসী, এরই মধ্যে সাধারণ মানুষকে দুশ্চিন্তা মুক্ত করতে করোনার দ্বিতীয় ডোজ প্রদানের স্বাস্থ্য কেন্দ্রের তালিকা প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। রাজ্য সরকারি নীতি অনুসারে, প্রথমেই যারা করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন তাঁদেরকে দেওয়া হবে করোনার দ্বিতীয় টিকা এবং সেই উদ্দেশ্যেই তৈরি করতে […]

Subscribe US Now

error: Content Protected