Read Time:1 Minute, 26 Second
নিজস্ব প্রতিনিধি, ডেবরা: দ্বিতীয় দফার হাইভোল্টেজ নির্বাচনে ডেবরায় দুই প্রাক্তন আইপিএসের লড়াই চলছে । বিজেপি প্রার্থী ভারতী ঘোষ বনাম হুমায়ুন কবীরের মধ্যে জোর কদমে চলছে টক্কর । সকালেই বিজেপি প্রার্থী বিক্ষোভের মুখে পড়েছিলেন আর বেলা বাড়তে না বাড়তেই হুমায়ুন কবীরও সংবাদমাধ্যমের সামনে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলেন।

হুমায়ুন কবীর বলেন, তাঁকে ঢুকতে দিচ্ছেন না কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আধিকারিকরা । বিএসএফ এবং সিআরপিএফের তত্ত্বাবধানেই এরকম ঘটনা ঘটছে । উচ্চ পর্যায়ে অভিযোগও দায়ের করেছেন তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর ।
ডেবরা কেন্দ্রে অভিযোগ পাল্টা অভিযোগ উঠতে থাকে । ভারতী ঘোষ বলেন বহিরাগতরা বুথের কাছে টহলদারি করছেন আবার অন্যদিকে হুমায়ুন কবীর কেন্দ্রের দিকে আঙ্গুল তুলে বলেন তাঁদের নাকি বুথে কাছে ঘেঁষতেই দেওয়া হচ্ছেনা ।