Read Time:1 Minute, 9 Second

জর্জিয়ার পর এবার পেনসিলভেনিয়ার ভোটে নির্বাচনে জয়ের আরও কাছাকাছি পৌছে গেলেন গেলেন বাইডেন।অন্যদিকে ট্রাম্প কিন্তুম এখনও বিমর্ষ হননি। জর্জিয়ার ভোট রিকাউণ্ট করলে তার জেতার সুজোগ আছে বলেই মনে করেন। সেখানে ভোট গণনা এখনও খানিকটা বাকী আছে বলে জানিয়েছে বিসিসি। এছাড়া বাইডেন এগিয়ে আছেন অ্যারিজোনা এবং নেভাডাতেও, যেখানে জিতলে তিনি ২৭০টি ইলেক্টোরাল ভোট নিশিত করে ফেলতে পারেন। অন্যদিকে ট্রাম্পের পেয়েছেন ২১৪ টি ভোট। কিন্তু পেনসিলভেনিয়ার ভোট প্রবল চাপের মুখে ফেলেছে ট্রাম্প ও তার দলকে। সেখানে যদিও ভোটের সংখ্যার মধ্যে পার্থক্যটা ক্রমশই কমছিল। কিন্ত তা সত্বেও সেখানে জয়ের দোরগোড়ায় বাইডেন।
