
করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন । যার ছবি সরাসরি টিভির পর্দায় সম্প্রচারিতও হয় । আমেরিকাবাসিকে আশ্বাস দেওয়ার জন্যেই এই উদ্যোগ বলেই জানানো হয়েছে । এছাড়াও বিল ক্লিন্টন, জর্জ বুশ ও বারাক ওবামা এঁরা প্রত্যেকেই জানিয়েছেন করোনার টিকা নিতে তাঁদেরও কোনও আপত্তি নেই । যদিও ট্রম্প এই বিষয়ে এখনও কিছু জানাননি । নিজের টিকা নেওয়ার ভিডিওটি টুইটারে শেয়ার করে বাইডেন লেখেন, ‘ আজ আমি করোনা টিকা নিলাম। যাঁরা এই টিকা আবিষ্কার করেছেন, সেই সব বিজ্ঞানী ও গবেষকের কাছে আমি কৃতজ্ঞ। আমার প্রিয় আমেরিকাবাসী, আর কোনও চিন্তা নেই। ভ্যাকসিন বাজারে এলেই আপনারা নিতে পারেন।’ সোমবার ক্রিশ্চিয়ানা হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন নেন তিনি । ৭৮ বছর বয়সী বাইডেনের শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই । অত্যন্ত সংক্রামক শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে করোনার ঝুঁকিপূর্ণ অবস্থাতেই রয়েছেন এই মুহূর্তে । ভ্যাকসিন নিয়ে সারা দেশ বাসিকে আশ্বস্ত করার পাশাপাশি সাধারন মানুষকে মাস্ক পরার অনুরোধ করেন এবং খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে বারন করেন তিনি ।
