আমেরিকার পেট্রোপণ্য নিয়ে নয়া সিদ্ধান্ত নিলেন সে দেশের রাষ্ট্রপতি জো বাইডেন। জানা যাচ্ছে আগামী দিনে দেশের জ্বালানি গুলির মূল্য বৃদ্ধি রুখতেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। দেশের পেট্রোলিয়াম ভান্ডার থেকে মোট পাঁচ কোটি ব্যারেল তেল ছাড়া সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কঠিন পরিস্থিতির জেরেই ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম । এছাড়াও আন্তর্জাতিক বাজারের পেট্রো পণ্যের রপ্তানি বৃদ্ধি হওয়ার কারণেই ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। দেশের আমজনতার কথা ভেবেই বড় সিদ্ধান্ত নিতে দেখা গেল দেশের রাষ্ট্রপতিকে। জানা যাচ্ছে এর প্রভাব পড়তে চলেছে বিশ্বজুড়ে সমস্ত দেশেই। এর ফলে বিশ্বের সমস্ত দেশগুলিতে জ্বালানির দাম বেশ কিছুটা কমতে পারে। যদিও ভারতে পেট্রোলের দামের মূল্য নিয়ে এখনও সংশয় বর্তমান সকলের মধ্যেই।
প্রসঙ্গত উল্লেখ্য ,আজ পেট্রোপণ্যের দাম হ্রাসের বিষয়ে একটি টুইট করেন জো বাইডেন। তিনি লেখেন, ‘ আগামী দিনে আমেরিকান পরিবারদের জন্য তেল এবং গ্যাসের দাম কমানোর উদ্দেশ্যেই নয়া পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। আমেরিকা বাসীদের কথা মাথায় রেখে দেশের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ৫ কোটি ব্যারেল তেল ছাড়তে চলেছে শক্তি মন্ত্রক। মূলত যাতে তেল এবং গ্যাসের দাম কমানো যায় সেদিকেই নজর দেওয়া হচ্ছে ।’